ঢামেকে নুরের খোঁজ নিতে গেলেন নৌপরিবহন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৮ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

সম্প্রতি রাজধানীতে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন হাসপাতালে যান।
আরও পড়ুন: রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক, যে আলোচনায় হলো
সকাল ১০টার দিকে ঢামেকে পৌঁছে তিনি নুরুল হকের চিকিৎসক দলের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি নুরসহ আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এম সাখাওয়াত হোসেন জানান, আহতদের চিকিৎসা তত্ত্বাবধানের জন্য ইতোমধ্যে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেন।
আরও পড়ুন: আগামীকাল আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
তিনি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করে এই হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
হাসপাতাল পরিদর্শনের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক নিয়ে বিবৃতি

গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার পথ কি হারিয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক, যে আলোচনায় হলো
