রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক, যে আলোচনায় হলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৩ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মিলিত হন।
আরও পড়ুন: আগামীকাল আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ সময় সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে শেয়ার করেন সেনাপ্রধান। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারি সফরে চীন গিয়েছিলেন সেনাপ্রধান এবং ২৭ আগস্ট দেশে ফেরেন। সফরকালে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন, কৌশলগত সহযোগিতা, সামরিক শিল্পের উন্নয়ন ও দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারের মতো বিষয় উঠে আসে।
আরও পড়ুন: দিল্লিতে শেখ হাসিনার বাসভবন ঘিরে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
২২ আগস্ট তিনি চীনের পিএলএ সদরদপ্তরে গার্ড অব অনার পান এবং পিএলএর স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে বৈঠক করেন। সফরের অংশ হিসেবে সেনাপ্রধান সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ও বিভিন্ন গবেষণাগারও পরিদর্শন করেন।
সেনাপ্রধান জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত সহযোগিতা বাড়াতে চলমান উদ্যোগ অব্যাহত থাকবে।
এএস