অন্তর্বর্তী সরকার পথ কি হারিয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩২ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের ওপর ঝড় বয়ে যাচ্ছে এবং এতে রাজনৈতিক ও সামাজিক জীবনের সব ক্ষেত্র প্রভাবিত হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, “অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে?”
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ নামের সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক, যে আলোচনায় হলো
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে উদ্ভূত বৈষম্যবিরোধী চেতনাকে রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার গঠন করেছে বিভিন্ন সংস্কার কমিটি, কিন্তু কমিটিগুলোতে পিছিয়ে থাকা মানুষ বা অসুবিধাগ্রস্ত জনগণের যথাযথ অংশগ্রহণ হয়নি। শেষ মুহূর্তে দেখা গেছে শুধু রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ।
সেমিনারে সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, এক বছরে সংস্কার কতদূর এগিয়েছে এবং অন্তর্বর্তী সরকার তার অবশিষ্ট সময়ে কতটা এগিয়ে নিতে পারবে, তা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সংস্কারের আকাঙ্ক্ষা কতটা প্রতিফলিত হবে তা দেখার জন্য নাগরিক পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: আগামীকাল আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’-এর মাধ্যমে সংস্কার কার্যক্রমে পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর ও অংশগ্রহণ কতটা হচ্ছে, তা পর্যবেক্ষণ করা হবে। অনুষ্ঠানে প্ল্যাটফর্মের বিভিন্ন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন।
আরএক্স/