ঢাবির হলে বহিরাগত ও অতিথিদের অবস্থানে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৬ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে বহিরাগত ও অতিথিদের অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন। শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই হলে থাকতে পারবেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: চবি উপাচার্যের বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রীরা, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে ২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো হলে বৈধ শিক্ষার্থী ছাড়া বহিরাগত বা অতিথি অবস্থান করতে পারবেন না।
এএস