হল ছাড়ার নির্দেশনা মানতে অস্বীকৃতি, আন্দোলনে বাকৃবি শিক্ষার্থীরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২৭ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


হল ছাড়ার নির্দেশনা মানতে অস্বীকৃতি, আন্দোলনে বাকৃবি শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়ে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ময়মনসিংহের জব্বারের মোড় রেললাইনে অবস্থান নেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


আরও পড়ুন: ঢাবির হলে বহিরাগত ও অতিথিদের অবস্থানে নিষেধাজ্ঞা


শিক্ষার্থীদের অভিযোগ, ভেটেরিনারি অনুষদ ও পশু পালন অনুষদের ডিগ্রি একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে ২৫১ জন শিক্ষক ও কর্মকর্তাকে রোববার দিনভর অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতরা তাদের ওপর হামলা চালায়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেদিন রাতে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে এবং সোমবার সকাল ৯টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল খালি করার নির্দেশ দেয়। তবে শিক্ষার্থীরা সে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন।


এএস