ডাকসু নির্বাচন স্থগিতের রায় আপাতত অকার্যকর, চূড়ান্ত শুনানি আগামীকাল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৩ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


ডাকসু নির্বাচন স্থগিতের রায় আপাতত অকার্যকর, চূড়ান্ত শুনানি আগামীকাল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ আগামীকাল পর্যন্ত কার্যকর থাকবে না। এ সংক্রান্ত আবেদনটি বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকার শীর্ষে রাখা হয়েছে।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ নির্দেশ দেন। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রিটকারীর পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।


আরও পড়ুন: হল ছাড়ার নির্দেশনা মানতে অস্বীকৃতি, আন্দোলনে বাকৃবি শিক্ষার্থীরা


এর আগে সোমবার বিকেলে হাইকোর্ট ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছিল। পরে একইদিন সন্ধ্যায় চেম্বার আদালত সেই রায় সাময়িকভাবে স্থগিত করে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপিল বিভাগে আবেদন করার নির্দেশ দেয়।


রিট আবেদনটি করেছিলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। তিনি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করেন। আদালত ওই অভিযোগ ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে ১৫ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেয়।


আরও পড়ুন: ঢাবির হলে বহিরাগত ও অতিথিদের অবস্থানে নিষেধাজ্ঞা


এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চূড়ান্ত তালিকা অনুযায়ী ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জনসহ বিভিন্ন সম্পাদক ও সদস্য পদে প্রতিযোগিতা হবে। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন সদস্য পদে, যার সংখ্যা ২১৭।


সবকিছু মিলিয়ে ডাকসু নির্বাচন নিয়ে আইনি জটিলতা এখনো অব্যাহত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার আপিল বিভাগে নেওয়া হবে।


এএস