আইন মন্ত্রণালয়ে ডজনেরও বেশি সংস্কার প্রস্তাবনা পাঠাল ইসি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪৬ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫


আইন মন্ত্রণালয়ে ডজনেরও বেশি সংস্কার প্রস্তাবনা পাঠাল ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডজনেরও বেশি সংস্কার প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব প্রস্তাবনা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের মাধ্যমে কার্যকর করা হবে।


বুধবার (৩ সেপ্টেম্বর) ইসির পক্ষ থেকে পাঠানো এই প্রস্তাবনায় ফেরারি আসামিদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বিলবোর্ড ব্যবহারের সীমা সর্বোচ্চ ২০টিতে বেঁধে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিদেশে গিয়ে প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা চালানোও নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে।


আরও পড়ুন: আগস্টে ৪৯৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২: যাত্রী কল্যাণ সমিতি


সংস্কার প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়, প্রার্থীদের জামানতের অর্থ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শুধুমাত্র প্রতিনিধি দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে না; এ ক্ষেত্রে প্রার্থী বা প্রস্তাবকারীর উপস্থিতি বাধ্যতামূলক করা হবে।


ইসি সূত্রে জানা গেছে, এসব সংস্কার কার্যকর হলে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে আশা করা হচ্ছে।


এএস