ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরিতে সময়সীমা ও কড়া নির্দেশনা দিল ইসি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৪ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫


ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরিতে সময়সীমা ও কড়া নির্দেশনা দিল ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এ বিষয়ে একাধিক দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।


ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল তৈরি করতে হবে। এ লক্ষ্যে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর তালিকা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন: আজ মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়


নির্দেশনায় বলা হয়, চতুর্থ শ্রেণির (জাতীয় বেতন স্কেল ১৭-২০ গ্রেড) কর্মচারীদের ভোটগ্রহণ প্যানেলে রাখা যাবে না। তবে প্রিজাইডিং অফিসারদের সহায়তার জন্য আলাদা তালিকা প্রস্তুত করা যেতে পারে। প্যানেল তৈরির ক্ষেত্রে কর্মকর্তাদের সততা, নিরপেক্ষতা, দক্ষতা, সাহস ও জ্যেষ্ঠতাকে অগ্রাধিকার দিতে হবে। রাজনৈতিক পরিচয়সম্পন্ন বা বিতর্কিত কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্তি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনে বয়স, শারীরিক ও মানসিক সক্ষমতার তথ্যও যাচাই করে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।


নারী ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পর্যাপ্তসংখ্যক নারী সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সংখ্যার পাশাপাশি আরও ১০ শতাংশ অতিরিক্ত কর্মকর্তার নাম সংযোজনের নির্দেশনা রয়েছে। এছাড়া রিটার্নিং অফিসার কার্যালয়, নিয়ন্ত্রণকক্ষ, নির্বাচনী তথ্য সংগ্রহ, ফলাফল প্রেরণ ও মাঠপর্যবেক্ষণের জন্যও আলাদা একটি প্যানেল গঠন করতে হবে।


আরও পড়ুন: বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন


প্যানেল তৈরির ক্ষেত্রে প্রথম শ্রেণির কর্মকর্তা, বিশেষ ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, সরকারি অনুদানপ্রাপ্ত কলেজ-মাদরাসার শিক্ষক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক-বীমা কর্মকর্তা এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।


এএস