আজ মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩২ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

দেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ দুপুরে মাঠ প্রশাসনের সঙ্গে বিশেষ বৈঠকে বসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনলাইনে (জুম প্ল্যাটফর্মে) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় আট বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) অংশ নেবেন। পাশাপাশি সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন নেওয়া হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। বিশেষ করে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা জোরদার, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সতর্কতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়াও শিল্পাঞ্চলে অস্থিরতা নিয়ন্ত্রণ, কারাগারের নিরাপত্তা বৃদ্ধি এবং নির্বাচন বানচাল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধে করণীয় বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হবে।
আরও পড়ুন: আগা খান অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
সম্প্রতি একের পর এক সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয় বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। এছাড়া নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
এমন অস্থির সময়ে মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, সতর্ক ও শক্ত অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হবে আজকের বৈঠক থেকে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এএস