জাতীয় নির্বাচনে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৩ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী নির্বাচন এই নতুন সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ৩২০ সাংবাদিককে অনুদান দিল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন প্রাপ্ত আপত্তি, সুপারিশ ও মতামত পর্যালোচনা করে এবং শুনানিতে উপস্থাপিত তথ্য ও যুক্তি বিবেচনায় এনে প্রাথমিক তালিকায় প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। এরপর জাতীয় সংসদের প্রতিটি নির্বাচনী এলাকার সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।
এর মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।
আরও পড়ুন: উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন নীতিমালার খসড়া অনুমোদন
৩০০ সংসদীয় এলাকার সীমানার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পররাষ্ট্র উপদেষ্টার কাছে পরিচয়পত্র পেশ করলেন ইউএনএইচসিআরের নতুন প্রতিনিধি

হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নিয়ে যা জানাল মন্ত্রণালয়

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

৩২০ সাংবাদিককে অনুদান দিল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
