উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন নীতিমালার খসড়া অনুমোদন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০৩ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন নীতিমালার খসড়া অনুমোদন
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বিভাগের ৪১তম সভায় তিনটি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


আরও পড়ুন: যারা পাচ্ছেন না ৬ সেপ্টেম্বরের সরকারি ছুটি


প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বিদ্যুৎ, ডাক ও টেলিযোগাযোগ এবং আইন ও বিচার বিভাগের প্রস্তাবিত নীতিমালা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।


অনুমোদিত খসড়াগুলো হলো- বিদ্যুৎ বিভাগের ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন/বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’ এবং আইন ও বিচার বিভাগের ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’।


আরও পড়ুন: পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন পিটার হাস


এসব নীতিমালা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।


এএস