Logo

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৯
34Shares
তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ভ্রমণ-সংক্রান্ত নথি (ট্রাভেল ডকুমেন্ট) প্রদানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ভ্রমণ-সংক্রান্ত নথি (ট্রাভেল ডকুমেন্ট) প্রদানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “উনি এই দেশের নাগরিক, চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন। যদি ভ্রমণ নথি সংক্রান্ত কোনো জটিলতা থাকে, তা সমাধানে আমরা সহায়তা করব। তবে দেশে ফেরার সিদ্ধান্ত তারেক রহমানকেই নিতে হবে।”

সরকার কি তাকে ফেরানোর উদ্যোগ নেবে -এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমাদের সে ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। আমরা কাউকে বলব না, কেন আসেন না। তবে তিনি আসতে চাইলে যেটুকু সহায়তা প্রয়োজন, তা অবশ্যই দেওয়া হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এক প্রশ্নে তিনি আরও জানান, তারেক রহমান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, সে বিষয়ে তার জানা নেই। তবে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের কাছে সর্বশেষ চিঠি দেওয়ার পর আর কোনো নতুন যোগাযোগ হয়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD