তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৯ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ভ্রমণ-সংক্রান্ত নথি (ট্রাভেল ডকুমেন্ট) প্রদানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে অন্তর্বর্তী সরকার।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।


আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত তালিকা প্রকাশ


তিনি বলেন, “উনি এই দেশের নাগরিক, চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন। যদি ভ্রমণ নথি সংক্রান্ত কোনো জটিলতা থাকে, তা সমাধানে আমরা সহায়তা করব। তবে দেশে ফেরার সিদ্ধান্ত তারেক রহমানকেই নিতে হবে।”


সরকার কি তাকে ফেরানোর উদ্যোগ নেবে -এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমাদের সে ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। আমরা কাউকে বলব না, কেন আসেন না। তবে তিনি আসতে চাইলে যেটুকু সহায়তা প্রয়োজন, তা অবশ্যই দেওয়া হবে।”


আরও পড়ুন: ৩২০ সাংবাদিককে অনুদান দিল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট


এক প্রশ্নে তিনি আরও জানান, তারেক রহমান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না, সে বিষয়ে তার জানা নেই। তবে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।


অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের কাছে সর্বশেষ চিঠি দেওয়ার পর আর কোনো নতুন যোগাযোগ হয়নি বলেও জানান তিনি।


এএস