সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো, জানালো পে-কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৯ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে বিশেষ কমিশন গঠন করেছে সরকার। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনা করে এই কমিশন একটি প্রস্তাবনা চূড়ান্ত করবে।
গত জুলাইয়ে গঠিত এই পে-কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনের আগে নতুন কাঠামো ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। তবে কমিশন প্রস্তাবনা জমা দিলে নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে।
আরও পড়ুন: আইন মন্ত্রণালয়ে ডজনেরও বেশি সংস্কার প্রস্তাবনা পাঠাল ইসি
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্বাচন আয়োজনের প্রস্তুতির কারণে আর্থিক সংকট বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে নতুন কাঠামো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়মিত মহার্ঘভাতা পেতে থাকবেন।
এরই মধ্যে গত ১৪ আগস্ট পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নতুন বেতন কাঠামো ঘোষণার উপযোগিতা নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: আগস্টে ৪৯৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২: যাত্রী কল্যাণ সমিতি
এ প্রসঙ্গে সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “কমিশনকে সময়মতো প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মূল্যস্ফীতি ও সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থা মাথায় রেখে একটি সময়োপযোগী কাঠামো তৈরি করা হবে। নির্বাচন সামনে থাকায় তাৎক্ষণিক ঘোষণা সম্ভব নাও হতে পারে, তবে নতুন সরকার তা বাস্তবায়ন করবে।”
এএস