লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৬ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন আবেদন খারিজ করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে আসামি পক্ষ জামিন প্রার্থনা করলেও রাষ্ট্রপক্ষ তা প্রত্যাখ্যান করার অনুরোধ জানায়।
আরও পড়ুন: গোপালগঞ্জপন্থী দ্বন্দ্ব আড়াল রাখতেই দ্বিতীয় দফায় আইজিপি হন মামুন
মামলার নথি অনুসারে, গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার শপথ নিয়ে। এরই অংশ হিসেবে ২৮ আগস্ট সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের মাঝপথে একদল ব্যক্তি হট্টগোল সৃষ্টি করে সভাস্থলে প্রবেশ করে এবং সেখানে উপস্থিত অতিথিদের অবরুদ্ধ করে রাখে। তারা ব্যানার ছিঁড়ে ফেলে কয়েকজনকে লাঞ্ছিতও করে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় ২৯ আগস্ট শাহবাগ থানায় এসআই আমিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: আপিল বিভাগের রায়ে ন্যায়বিচার মিলেছে: ব্যারিস্টার কায়সার কামাল
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, গোলাম মোস্তফা, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, শফিকুল ইসলাম দেলোয়ার, আব্দুল্লাহীল কাইউম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, মহিউল ইসলাম বাবু, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহ আল আমিন।
এএস