কোচবিহারে কাল বৈশাখী ঝড়ে নিহত ২,আহত শতাধিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কোচবিহারে কাল বৈশাখী ঝড়ে নিহত ২,আহত শতাধিক

ভারতের উত্তরবঙ্গের কোচবিহারে কাল বৈশাখী ঝড়ে মৃত্যু হয়েছে ২জনের। আহত হয়েছে প্রায় ১০০ জন। 

জানা যায়, রবিবার সন্ধ্যায় কাল বৈশাখীর ঝড়ে ব‍্যাপক ক্ষতিগ্রস্ত  হয়েছে কোচবিহারের একাধিক এলাকা। ব‍্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কোচবিহার ১নং ব্লক, মাথাভাঙ্গা ২নং ব্লক সহ বেশ কিছু এলাকা। বিভিন্ন জায়গায় বিদ‍্যুতের খুঁটি ভেঙ্গে ও একাধিক ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছে  কোচবিহারে ১নং ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট আঠারোকোটার বাসিন্দা জাহাঙ্গীর আলম নামে এক যুবকের। ঘূর্ণিঝড়ে ছিটকে ইসা টিনের আঘাতে জখম হয়ে যুবকের মৃত্যু হয়। অন‍্যদিকে সুকটা বাড়ির এক বাসিন্দা মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

আহতদের উদ্ধার করে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে ঝড় বিধ্বস্ত এলাকায় জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সহ দমকল কর্মী,পুলিশ প্রশাসন ও ডিজিস্টার ম‍্যানেজমেন্টের কর্মীরা পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।

এসএ/