বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২১ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫


বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকী (আজাদ সিদ্দিকী) এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে।


শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে। শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 


আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলা‌দেশ


সূত্র জানায়, ইমিগ্রেশন চেকের সময় তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা থাকা কারণে তাকে ফ্লাইটে চড়তে দেওয়া হয়নি।


এসএম সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চাঙ্গাইলের আকুরা ঠাকুরপাড়া ইউনিয়নের বাসিন্দা।


আরও পড়ুন: পরিবর্তন এসেছে ৪৬ সংসদীয় আসনের সীমানায়


এ ঘটনার আগেই সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে ‘৭১ মঞ্চ’ আয়োজিত এক বৈঠকের পর গ্রেপ্তার দেখানো হয়েছিল।


আরএক্স/