সমুচা আনতে ভুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে পাঠালেন স্ত্রী!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:২৫ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫

তেলে ভাজা সমুচা পছন্দ করেন না—এমন মানুষ খুব কমই পাওয়া যায়। কিন্তু এই খাবার ঘিরে স্বামী-স্ত্রীর ঝগড়া, এমনকি মারধর ও মামলা পর্যন্ত গড়াবে—তা অবিশ্বাস্য শোনালেও সত্যি।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের পিলিভিত জেলায় এমনই এক ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, স্ত্রী সমুচা আনতে বললেও স্বামী তা ভুলে গেলে শুরু হয় ঝগড়া। পরে ওই নারী পরিবারের লোকজন ডেকে স্বামীকে প্রকাশ্যে মারধর করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্ত্রী ও তার ভাইদের বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, জেলার ভগবন্তপুরের বাসিন্দা শিবম চলতি বছরের মে মাসে সঙ্গীতাকে বিয়ে করেন। কয়েকদিন আগে সঙ্গীতা স্বামীকে বাজার থেকে সমুচা আনতে বলেন। শিবম তা ভুলে যান, তবে প্রতিশ্রুতি দেন যে পরের দিন নিয়ে আসবেন।
আরও পড়ুন: হাসপাতালের শয্যায় শুয়েই বিয়ে, কষ্টের মাঝেও সুখের মুহূর্ত
এ নিয়েই দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরে সঙ্গীতা তার ভাই ও পরিবারের অন্য সদস্যদের ডেকে আনেন। অভিযোগ অনুযায়ী, তারা শিবম এবং তার বাবা বিজয়কে মারধর করেন।
পরবর্তীতে বিষয়টি মীমাংসায় বসতে গ্রামে পঞ্চায়েত ডাকা হলেও সেখানেও নতুন করে ঝগড়া শুরু হয়। তখনও সঙ্গীতার ভাইরা শিবমকে মারধর করেন। এতে শিবম ও তার বাবা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
ঘটনার পর শিবমের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। চারজনকে আসামি করে মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করছে পুলিশ।
সূত্র: ডেকান হেরাল্ড
এসএ/