ডাকসু নির্বাচনে জিএস পদে ৬ প্রার্থীর মুখোমুখি বিতর্ক


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০১:২৮ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


ডাকসু নির্বাচনে জিএস পদে ৬ প্রার্থীর মুখোমুখি বিতর্ক
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ছয়জনকে নিয়ে প্রাণবন্ত এক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়।


আরও পড়ুন: ষষ্ঠী থেকে দশমীর দুর্গোৎসব, ছুটি কেবল নবমী-দশমী: ক্ষোভ জবি শিক্ষার্থীদের


বিতর্কে অংশ নেন- ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামিম, শিবির সমর্থিত এস এম ফরহাদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত আবু বাকের মজুমদার, উমামা ফাতেমার প্যানেলের আল সাদী ভূঁইয়া, ইসলামী ছাত্র আন্দোলনের খায়রুল আহসান মারজান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আশিকুর রহমান।


চার ধাপে অনুষ্ঠিত এই বিতর্কে প্রার্থীরা প্রথমে নিজেদের করণীয় তুলে ধরেন, পরে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেন, শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তরে অংশ নেন এবং সর্বশেষে উপসংহার টানেন।


আরও পড়ুন: এআইইউবির ক্যানভাসে রঙিন হয়ে ফুটে উঠল সময়ের নিরবধি গল্প


প্রার্থীদের ইশতেহার থেকে উঠে আসে ভিন্ন ভিন্ন পরিকল্পনা। কেউ আবাসন সংকট ও শিক্ষার মান উন্নয়নে জোর দেন, কেউ আবার নিরাপদ ক্যাম্পাস, গবেষণামুখী পরিবেশ ও নারী শিক্ষার্থীদের জন্য সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজড করা, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, বহিরাগত নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তাবও দেন তারা।


বিতর্কে বহিরাগত নিয়ন্ত্রণ প্রসঙ্গটি বিশেষভাবে আলোচিত হয়। এ বিষয়ে প্রার্থীরা ভিন্ন ভিন্ন কৌশল তুলে ধরেন- কেউ পাহারা ও প্রবেশ নিয়ন্ত্রণের কথা বলেন, কেউ শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রস্তাব দেন, আবার কেউ ধাপে ধাপে সমস্যার সমাধানের অঙ্গীকার করেন।


আরও পড়ুন: ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ


অনুষ্ঠানটি ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নীতি ও পরিকল্পনা শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে ওঠে।


এএস