ডাকসু নির্বাচন

নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে: ভিপি প্রার্থী সাদিক কায়েম


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৫ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে: ভিপি প্রার্থী সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন যে, নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে।


তার দাবি, বারবার অভিযোগ জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে জিএস পদে ৬ প্রার্থীর মুখোমুখি বিতর্ক


শনিবার (৬ সেপ্টেম্বর) বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, কিন্তু বহিরাগতদের নিয়ে এসে নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব নয়।”


ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে সাদিক কায়েম বলেন, “যেভাবে বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর নির্দিষ্ট সময়ে পরীক্ষা হয়, তেমনি ডাকসুকেও ক্যালেন্ডারভিত্তিক নিয়মে আয়োজন করা হবে। প্রতি বছর একই সময়ে নির্বাচন অনুষ্ঠিত করার ব্যবস্থা করা হবে।”


আরও পড়ুন: ষষ্ঠী থেকে দশমীর দুর্গোৎসব, ছুটি কেবল নবমী-দশমী: ক্ষোভ জবি শিক্ষার্থীদের


তিনি জানান, মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা তার অন্যতম অঙ্গীকার। তার মতে, অতীতে রাজনৈতিক মতাদর্শের কারণে শিক্ষক নিয়োগে বৈষম্য হয়েছে। এ ছাড়া আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা হবে।


স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে সাদিক কায়েম বলেন, “যে প্রত্যাশা নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, সেই স্বপ্ন পূরণে কাজ করব।”


এএস