ডাকসু নির্বাচনে ছাত্রী ভোটারই হতে পারে বড় ফ্যাক্টর: উমামা ফাতেমা


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৬ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


ডাকসু নির্বাচনে ছাত্রী ভোটারই হতে পারে বড় ফ্যাক্টর: উমামা ফাতেমা
উমামা ফাতেমা । ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, এবারের নির্বাচনে ছাত্রীরাই মূল ভূমিকা রাখবেন এবং ফলাফল নির্ধারণে বড় ফ্যাক্টর হবেন।


শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ছাত্রীদের ভোটই এবারের নির্বাচনে পার্থক্য গড়ে দেবে। মেয়েরা যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নেন এবং অন্যের দ্বারা সহজে প্রভাবিত হন না।”


আরও পড়ুন: জাকসু নির্বাচন: ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল


উমামা আরও জানান, ডাকসু নির্বাচনে প্রায় ৪৭ শতাংশ ভোটারই ছাত্রী। তারা সক্রিয়ভাবে ভোট দিলে ফলাফল সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিতে পারে। তবে ছাত্রীদের ভোটকেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন। কারণ, অনেকেই পরীক্ষার প্রস্তুতি বা পারিবারিক কারণে হলে নেই, কেউ আবার ভোটের আগ্রহ হারিয়েছেন। এমনকি হল থেকে দূরে ভোটকেন্দ্র রাখার কারণেও অংশগ্রহণ কমে যেতে পারে।


তিনি বলেন, “যদি মেয়েরা সবাই ভোট দিতে আসেন, তাহলে অংশগ্রহণ ৩৫ হাজার ছাড়িয়ে যাবে। আমরা চাই মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিক এবং সেই জন্য তাদের উৎসাহিত করছি।”


আরও পড়ুন: ‘ওয়ান বেড, ওয়ান স্টুডেন্ট’ নীতি বাস্তবায়ন করা প্রতিশ্রুতি দিলেন কাদের


উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে ছাত্রী ভোটার রয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন।


এএস