ডাকসু নির্বাচন

‘ওয়ান বেড, ওয়ান স্টুডেন্ট’ নীতি বাস্তবায়ন করা প্রতিশ্রুতি দিলেন কাদের


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৬:১১ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


‘ওয়ান বেড, ওয়ান স্টুডেন্ট’ নীতি বাস্তবায়ন করা প্রতিশ্রুতি দিলেন কাদের
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর ভিপি প্রার্থী আব্দুল কাদের প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য হলে নতুন সিট বরাদ্দ নীতিমালা চালু করা হবে।


তিনি বলেন, আমাদের প্রথম কাজ হবে “ওয়ান বেড, ওয়ান স্টুডেন্ট” নীতি বাস্তবায়ন করা।


আরও পড়ুন: নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে: ভিপি প্রার্থী সাদিক কায়েম


শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


আব্দুল কাদের অভিযোগ করেন, বর্তমানে হলে সিট পেতে শিক্ষার্থীদের স্থানীয় প্রভাবশালী বা বড় ভাইদের পেছনে দৌড়াতে হয়, অথচ প্রশাসন নিরব থাকে। তিনি বলেন, “আমরা এ সিস্টেমের অবসান ঘটাতে চাই। নির্বাচিত হলে হলে রাজনীতি থাকবে কিনা এবং থাকলে কোন প্রক্রিয়ায় চলবে সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করা হবে।”


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে জিএস পদে ৬ প্রার্থীর মুখোমুখি বিতর্ক


তিনি আরও দাবি করেন, অতীতে শিক্ষার্থীদের পাশে থাকার কারণেই ভোট চাইতে গেলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন।


এ সময় তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্র হলে না রেখে দূরে নির্ধারণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের ভোটদানে নিরুৎসাহিত করার উদ্দেশ্যে করা হয়েছে।


এএস