নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে অনেকে জড়াচ্ছে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৬ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা একসময় ডিসেম্বরেই নির্বাচন চেয়েছিল, তাদের অনেকেই এখন নির্বাচনের বিরোধিতা করছে এবং নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়াচ্ছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আরও পড়ুন: রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা
আসিফ মাহমুদ বলেন, “ডিসেম্বরে নির্বাচন দাবি করেছিল যারা, তারাই এখন নির্বাচন চাইছে না বা বানচালের পাঁয়তারা করছে। এর পেছনে কারণও পরিষ্কার, তারা চেয়েছিল আওয়ামী লীগকে ফিরিয়ে এনে অংশগ্রহণমূলক নির্বাচন করাতে। কিন্তু ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনে ফ্যাসিবাদীদের সুযোগ নেই বলে তারা ষড়যন্ত্রে নেমেছে।”
তিনি আরও জানান, সরকারের তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা সংস্কার, বিচার ও গণতান্ত্রিক রূপান্তর এগিয়ে চলছে। জুলাই সনদের কার্যক্রম প্রায় শেষের পথে। সবার ঐকমত্যে তা বাস্তবায়ন হলে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ষড়যন্ত্র থেমে নেই, জনগণই প্রতিরোধ করবে: উপদেষ্টা আদিলুর
তার মতে, অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করলেও জনগণের অংশগ্রহণ, রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির সহযোগিতায় এবার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা

ষড়যন্ত্র থেমে নেই, জনগণই প্রতিরোধ করবে: উপদেষ্টা আদিলুর

সিলেটে আগে থেকেই পাথর উত্তোলন হচ্ছিল: রিজওয়ানা
