পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৪ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

চার দফা দাবিতে আগামী রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।
আরও পড়ুন: নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে অনেকে জড়াচ্ছে: আসিফ মাহমুদ
তিনি বলেন, “বারবার কমিটি গঠন ও সমাধানের আশ্বাস দেওয়া হলেও বিদ্যুৎ মন্ত্রণালয় এখনো কোনো উদ্যোগ নেয়নি। উল্টো আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি ও বরখাস্তের মতো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা সরাসরি হয়রানির শামিল।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, কাঠামোগত সংস্কার, চাকরি সংক্রান্ত বৈষম্য দূরীকরণ, হয়রানিমূলক ব্যবস্থা বন্ধ এবং অন্যায়ভাবে বরখাস্ত হওয়া কর্মীদের পুনর্বহালসহ চার দফা দাবি পূরণ না হলে কর্মসূচি চলবে। একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
আরও পড়ুন: রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা
কর্মীদের অনির্দিষ্টকাল ছুটির ঘোষণায় দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এএস