ডাকসু নির্বাচনে ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৪ এএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। স্বচ্ছতা ও আস্থার পরিবেশ তৈরি করতে এবার প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে বসানো হবে এলইডি স্ক্রিন, যেখানে ভেতরে চলমান ভোট গণনা সরাসরি সম্প্রচার করা হবে। ডাকসুর ইতিহাসে এটি একটি নতুন উদ্যোগ।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: হত্যার হুমকিতেও ডাকসুর যে প্রার্থী পিছপা হননি
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর প্রতিটি ভোটকেন্দ্রে গণনার স্বচ্ছতা বজায় রাখতে এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে। প্রতিটি শিক্ষার্থীকে কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে মোট ৪১টি ভোট প্রদান করতে হবে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনের প্রেস কার্ডে ভুলের ছড়াছড়ি, ফেসবুক জুড়ে সমালোচনার ঝড়
এবার নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে ৪০৯ জন পুরুষ এবং ৬২ জন নারী। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হচ্ছে সহ-সভাপতি (ভিপি) পদে, যেখানে লড়ছেন ৪৫ জন প্রার্থী। সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে লড়ছেন ১৭ জন।
আরও পড়ুন: ৭৫ বছর বয়সে বিএ পাস কৃষক সাদেক আলীকে বাউবির সংবর্ধনা
এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে যেমন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদকসহ নানা পদে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে হল সংসদের ১৩টি সদস্য পদের বিপরীতে লড়ছেন সর্বোচ্চ ২১৭ জন প্রার্থী।
এএস