ডাকসু নির্বাচন ঘিরে উপাচার্যের বার্তা: নির্ভয়ে ভোট দিতে আসুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৭ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দিতে আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেন, “নির্ভয়ে তোমরা ভোট দিতে আসবে, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি।”
আরও পড়ুন: জাকসু নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট
উপাচার্য জানান, ডাকসু নির্বাচন গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মৌলিক মূল্যবোধের সঙ্গে এই নির্বাচন সংগতিপূর্ণ। গণতন্ত্রকে শক্তিশালী করা ও অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত কণ্ঠ গড়ে তুলতে এটি অত্যন্ত জরুরি।”
নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা যেন নিশ্চিন্তে ভোট দিতে পারেন।
আগামীকাল (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বহুল প্রতীক্ষিত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোট দেবেন ৮১০টি বুথে। প্রথমবারের মতো হল থেকে বেরিয়ে কেন্দ্রীভূতভাবে ৮টি কেন্দ্রে ভোট আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে
ভোটের স্বচ্ছতা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা, তিন স্তরের নিরাপত্তা, প্রশিক্ষিত কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতির কথা উল্লেখ করেন উপাচার্য। তিনি আরও জানান, ভোট গণনা এলইডি স্ক্রিনের মাধ্যমে উন্মুক্ত রাখা হবে।
জয়-পরাজয়কে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে বর্ণনা করে উপাচার্য বলেন, “বিজয়ী ও পরাজিত—উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয়করণে সবাইকে ভূমিকা রাখতে হবে।”
আরএক্স/