জাকসু নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১২:১৫ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দাখিল করা হয়।
এর আগে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ হাইকোর্ট থেকে এলেও আপিল বিভাগ তা বাতিল করে দেয়। ফলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত নয়বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯৩ সালের ২৯ জুলাই। সেদিন এক ছাত্রকে বহিষ্কারকে কেন্দ্র করে শিক্ষার্থী-শিক্ষক সংঘর্ষ হলে জাকসু ও হল সংসদ বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর দীর্ঘ ৩২ বছর ধরে আর কোনো নির্বাচন হয়নি।
আগামী ১১ সেপ্টেম্বর নির্ধারিত তারিখে জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী সংগঠনসহ স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিচ্ছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় শিক্ষার্থীদেরও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার কথা রয়েছে।
এএস