ডাকসু নির্বাচনে যখন সিলগালা করা হবে ব্যালট বাক্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৯ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের মোট ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।
ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে এবার প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। এর মাধ্যমে ভেতরের ভোট গণনার কার্যক্রম সরাসরি দেখা যাবে। যা ডাকসু নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হলো।
আরও পড়ুন: জাকসু নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সব ব্যালট বাক্স প্রদর্শন করে সিলগালা করা হবে। এ সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ২০ হাজার ৯১৫ জন ছাত্র এবং ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী। ভোটাররা কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে ভোট দেবেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে
নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ৪৭১ জন। এর মধ্যে ৪০৯ জন পুরুষ এবং ৬২ জন নারী। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ১৯ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জনসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।
এছাড়া ১৩টি সদস্য পদের বিপরীতে সর্বাধিক ২১৭ জন প্রার্থী লড়ছেন।
এএস