Logo

নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৪

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৯
54Shares
নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৪
ছবি: সংগৃহীত

নেপালে বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৪

বিজ্ঞাপন

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নিয়েছে। সোমবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার ফেসবুক, ইউটিউব ও এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে। এর প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া আন্দোলন দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

বিক্ষোভ দমনে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। আন্দোলনে অংশ নেওয়া এক তরুণ বিক্ষোভকারী বলেন, “ভেতর থেকে কিছু গোষ্ঠী উসকানি দিলেও জনগণ ইতোমধ্যেই জয়ী হয়েছে।”

বিজ্ঞাপন

ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতি দমনের দাবিতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় আইনশৃঙ্খলাবাহিনী, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD