নেপালে বিক্ষোভে উত্তেজনা: সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ওলি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৪২ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


নেপালে বিক্ষোভে উত্তেজনা: সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ওলি
ছবি: সংগৃহীত

নেপালে তরুণদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমনপীড়ণের পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সংকট নিরসনের জন্য সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন।


আরও পড়ুন: ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কার্যালয়ে আগুন


কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, জেন জি আন্দোলনের পর উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সংকটের একমাত্র সমাধান হলো শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক পদ্ধতি। 


তিনি আরও বলেন, “রাজধানীসহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়।”


আরও পড়ুন: নেপালে তরুণদের ক্ষোভে কাঁপছে অলির মসনদ


তবে কাঠমান্ডু ছাড়াও নেপালের বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাসভবন ও দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তেজনা আরও বেড়েছে।


আরএক্স/