ছেলের হাতে বাবা খুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মদ্যপ বাবা ও ছেলে। শেষ পর্যায়ে বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির ৩৮নং ওয়ার্ডের উত্তর সুকান্তনগর এলাকায়। মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন সাহা ( ৯০)।
জানা যায়, প্রত্যেক মদ্যপ অবস্থায় এলাকায় ঘুরতো মনোরঞ্জন সাহা। তার ছেলে গৌতম সাহা ও মাদকাসক্ত বলে স্থানীয়দের অভিযোগ। মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে মনোরঞ্জন সাহার মৃতদেহ দেখতে পায় পরিবারের এক সদস্য। এরপরই কাউন্সিলর ও পুলিশকে খবর দেওয়া হয়। আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতার করে গৌতম সাহাকে।
পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার রাতে গৌতম তাঁর বাবাকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করেছিল। তার জেরেই মৃত্যু হয়েছে মনোরঞ্জন সাহার।
এদিন ঘটনার খবর পেয়ে এলাকায় যান কাউন্সিলর দুলাল দত্ত। তিনি সাংবাদিকদের জানান, বাবা ও ছেলে দুজনই নেশাসক্ত ছিল। প্রত্যেকদিন ঝামেলা লেগেই থাকতো বাড়িতে।
এসএ/