ডাকসু নির্বাচন

শিক্ষার্থীদের রায় মেনে নিলেন ছাত্রদল সমর্থিত হামীম


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫৭ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫


শিক্ষার্থীদের রায় মেনে নিলেন ছাত্রদল সমর্থিত হামীম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামীম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফলাফল ঘোষণার পর ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ ঘোষণা দেন।


হামীম লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।”


আরও পড়ুন: পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম: আবিদুল ইসলাম


শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, “প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকবো।”


এদিকে একই রাতে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পৃথক এক পোস্টে নির্বাচনকে ‘পরিকল্পিত প্রহসন’ বলে প্রত্যাখ্যান করেন।


আরও পড়ুন: শহীদুল্লাহ হলে বড় ব্যবধানে এগিয়ে সাদিক কায়েম, আবিদ ১৯৯


উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০ বুথে ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।


মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এবারের নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।


এএস