জাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিবিরের জিএস প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২১ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্যাম্পাসে ছাত্রদল ও বাগছাস বিভিন্নভাবে মব তৈরি করছে এবং শিবির ও ছাত্রী সংস্থাকে ভোট চুরির অভিযোগে দোষারোপ করছে।
আরও পড়ুন: জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল
তিনি আরও বলেন, “ওভারঅল যা আমি পর্যবেক্ষণ করছি, তা অত্যন্ত উদ্বেগজনক। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতার প্রতিফলন।”
মাজহারুল ইসলাম দাবি করেন, নির্বাচনকে ঘিরে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাসপাতালে নুরকে দেখতে গেলেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম

জাকসুর ফলাফল ঘোষণা নিয়ে যা জানালেন সদস্য সচিব

জাকসু নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ৪ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী

অবৈধ দখলমুক্ত জবি এলাকা: পুলিশি অভিযানে জবি ছাত্রদলের সহযোগিতা
