বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আ.লীগের মিছিল, আটক ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৩ পিএম, ১২ই সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ-মিছিল করেছেন। এ ঘটনায় একটি মোটরবাইকসহ ছয়জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাংলামোটরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল করে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী। এসময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেন। পরে এ মিছিল থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: ঝটিকা মিছিলের চেষ্টা, আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে বলেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনাসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আমরা মিছিল করেছি।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেল ৩টার দিকে মিছিল করে। সেখান থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের রমনা থানায় নেওয়া হয়েছে।
এমএল/