বাংলাদেশের ব্যাংক হ্যাক, ভারতে গ্রেফতার ২ ইউক্রেনীয় নাগরিকের ৭ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের আসামরাজ্যের করিমগঞ্জজেলার বদরপুর রেল স্টেশনে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লীগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে আটক করা সন্দেহভাজন ২ ইউক্রেনীয় নাগরিককে অবশেষে বদরপুর জিআরপি গ্রেফতার করেছে।
শুক্রবার বদরপুর জিআরপি পুলিশ করিমগঞ্জ সিজিএম আদালতে সোর্পদ করে ৭ দিনের পুলিশ রিমান্ডে এনেছে। গ্রেফতার হওয়া ২ ইউক্রেনীয় নাগরিক পুলিশের জিজ্ঞাসাবাদে ঘনঘন তাদের বয়ান পাল্টাচ্ছে। কিন্তু পুলিশ হাল ছাড়েনি। দীর্ঘ জেরা পর আসল সত্য বেরিয়ে আসে। গ্রেফতার হওয়া ২ ইউক্রেনীয় নাগরিক নাজরি ভজনিউক ( ২৫) এবং টি ভ্লাদিমির( ৩৯) আসলে আন্তর্জাতিক স্তরের এটিএম হ্যাকার। ২০১৯ সালে বাংলাদেশে ডাচবাংলা নামের ব্যাংকের এটিএমে হ্যাকারের কাজে জড়িত ছিল তারা। তাদের সাথে আরও ৪ জন ছিল। বাংলাদেশ পুলিশ এর মধ্যে ৪ জনকে গ্রেফতার করে জেলে পুরে রেখেছিল। দীর্ঘদিন বাংলাদেশে জেলে থাকার পর তারা বেরিয়ে আসে। পরে তারা দালালের মাধ্যমে আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
বৃহস্পতিবার আগরতলা থেকে ত্রিপুরা সুন্দরী ট্রেনে দিল্লি যাওয়ার পথে বদরপুর স্টেশনে জিআরপি ও আরপিএফ তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়া তাদের আটক করে। প্রথমে রেল পুলিশকে তারা বলেছিল যে তারা ভ্রমণে বেরিয়েছেন এবং তাদের কাছে ভিসা পাসপোর্ট ছিল তা আগরতলায় চুরি হয়ে গেছে। রেলপুলিশ তার সত্যতা জানতে ভারতের বিদেশ মন্ত্রণালয় ও গৃহ বিভাগের সহিত যোগাযোগ করে। কিন্তু তাদের ভারতে আসার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এরপরই জিআরপি এ সংক্রান্ত একটি মামলা দায়ের করে।
ভামলার তদন্তকারী অফিসার শনিবার দু'জনকে করিমগঞ্জ আদালতে সোর্পদ করে ফের ৭ দিনের পুলিশ রিমান্ডে এনেছেন। দুই ইউক্রনীয় নাগরিক বদরপুরে গ্রেফতারের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এসএ/