জাপানে ডুবে গেছে পর্যটকবাহী বোট, নিহত ১০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জাপানে ডুবে গেছে পর্যটকবাহী বোট, নিহত ১০

জাপানের উত্তরাঞ্চলের দ্বীপ হোক্কাইডো থেকে একটি পর্যটকবাহী বোট নিখোঁজ হওয়ার পর অন্তত ১০ জন নিহত হয়েছে বলেই নিশ্চিত করেছে দেশটির কোস্ট গার্ড। রোববার তারা বলছে, কাজু-ওয়ান নামের ওই পর্যটকবাহী বোটে থাকা বাকি ১৬ জনকে উদ্ধারে বরফ ঠাণ্ডা পানিতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে বোটটি পানিতে ভাসমান ছিল বলে জানানোর পরে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কাজু-ওয়ান বোটটি শিরেটোকো উপদ্বীপের চারপাশে তিন ঘণ্টার দর্শনীয় যাত্রায় ছিল বলে ধারণা করা হচ্ছে।

এলাকাটি ইউনেস্কো মনোনীত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হওয়ায় এবং এখানকার পাথুরে সৈকতে নীল তিমি এবং সামুদ্রিক সিংহের পাশাপাশি বাদামী ভাল্লুক দেখা যাওয়ায় তা পর্যটকদের কাছে নৌকা ভ্রমণের অত্যধিক জনপ্রিয় জায়গা।

কর্তৃপক্ষ জানিয়েছে, বোটটির বোর্ডে থাকা ২৬ জনের মধ্যে দুইজন ক্রু এবং দুইজন শিশু ছিল। বোটটির সন্ধানে এবং নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে টহল নৌকা, পুলিশ এবং সামরিক বিমান পাঠানো হয়েছে। তল্লাশি অভিযানে স্থানীয় মাছ ধরার নৌকাও অংশ নেয়।

এসএ/