বউ বাড়ি না আসায় শ্বশুরবাড়ি বোমা নিক্ষেপ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বউ বাড়ি না আসায় শ্বশুরবাড়ি বোমা নিক্ষেপ

বাপের বাড়ি গিয়ে আর বাড়ি ফিরতে চাইছিলো না স্ত্রী। আর এর পরেই রাগে আগুন হয়ে শেষ পর্যন্ত নিজের শ্বশুর বাড়িতেই বোমা নিক্ষেপ করল জামাই। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। রবিবার (২৪ এপ্রিল) অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশের কাছে এদিন তাজগঞ্জের বাসিন্দা সেই ব‍্যক্তি স্বীকার করেছে, স্ত্রী দীর্ঘদিন ধরে বাপের বাড়ি গিয়েও ফিরতে চাই ছিলো না। অনেকবার বলার পরেও মহিলাটির পরিবার তাকে ছাড়তে চায়নি। আর এরপরেই রাগান্বিত হয়ে শেষপর্যন্ত সে বোমা ছুঁড়ে হামলার চেষ্টা করে। 

সম্প্রতি ২৮ শে মার্চ কাকডাকা ভোরে ভারতের উত্তরপ্রদেশের ঝাড়পুরা গ্রামের বাসিন্দা লখন সিংয়ের বাড়িতে বোমা হামলা ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের ফলে বাথরুমের ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি ঘরের বহু জিনিসপত্র ও ভাঙচুর হয় বলে জানা গেছে। এই ভয়াবহ বিস্ফোরণের ফলে এলাকাবাসীরা ছুটে এসে সেই ভয়াবহ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়ে। এরপর স্থানীয় থানায় নিজের জামাই হরি সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লখন সিং। ফলে শ্বশুর জামাইয়ের এই অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্তের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ বাহিনী। 

পুলিশ সূত্রে প্রকাশ, শুক্রবার রাতের দিকে স্থানীয় থানার ইনচার্জ বাহাদুর সিং ও পুলিশ অফিসার শচীন ধাম যখন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন ঠিক সেই সময় হরি সিংকে হিঙ্গট খেরিয়া আন্ডারপাসের কাছ থেকে গ্রেফতার করেন তারা। ঘটনাস্থলে অভিযুক্তের কাছ থেকে পিস্তল ও পাওয়া যায় বলে দাবি পুলিশের। 

জেল হেফাজতে থাকাকালীন সময় হরি সিং পুলিশকে জানান, কিছুদিন পূর্বে লখন সিংয়ের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়। এরপর বাড়িতে নিয়ে যান। এরপর একাধিকবার ফিরে আসার অনুরোধ করলেও তারা আমার স্ত্রীকে ফেরত দিতে রাজি হয়নি। তাই শেষে বাধ‍্য হয়ে আমি তাদের হত‍্যা উদ্দেশ্যে বোমা মারি।

এসএ/