আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় মেয়াদে ইমানুয়েল ম্যাক্রোঁ পুনরায় নির্বাচিত হয়েছেন। ২০ বছরের মধ্যে প্রথমবার তিনি ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
এর আগে দ্বিতীয় মেয়াদে সর্বশেষ নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন জ্যাক শিরাক।
রবিবার (২৪ এপ্রিল) ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ অর্থাৎ চূড়ান্ত ধাপের মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮.২% ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উগ্র ডানপন্থি নেত্রী মেরিন ল্য পেন ৪২% ভোট পেয়েছেন। ইতোমধ্যেই তার প্রতিদ্বন্দ্বী মেরিন ল্য পেন পরাজয় মেনে নিয়েছেন।
বিজয়ের পর প্রথম ভাষণে ম্যাক্রন বলেছেন, “আমি দেশের সবার প্রেসিডেন্ট। আমাদেরকে শ্রদ্ধা দেখাতে হবে। নারী এবং পুরুষের মধ্যে সমতা ও সমাজ গঠনের জন্য কাজ করবো। আমাদের দেশ খুব বেশি বিভক্ত। তাই প্রয়োজন শ্রদ্ধা প্রদর্শন। নতুন ৫ বছরের মেয়াদ হবে একটি নতুন যুগ। ইউক্রেন যুদ্ধ আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে, আমরা এক বিয়োগান্তক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি কোনো একটি শিবিরের প্রেসিডেন্ট নই। আমি সবার প্রেসিডেন্ট।”
২০০২ সালের পর থেকে কোনো ফরাসি প্রেসিডেন্ট পরপর দুবার নির্বাচিত হননি। ২০১৭ সালে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন এমানুয়েল ম্যাক্রোঁ। ১৯৬৫ সালে সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছিলেন শার্ল দ্য গল। এবার একই তালিকায় নাম লেখালেন ম্যাক্রোঁ। সূত্র: বিবিসি
ওআ/