আসামে অদ্ভুদ শিশুর জন্ম!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
এক অদ্ভুত শিশুর জন্ম হল ভারতের আসামরাজ্যের পাথারকান্দি সমষ্টির বাজারিছড়ার ইছাবিলে। ইছাবিলের চা বাগানের ১২ নম্বর লাইনের বাসিন্দা সঞ্জীব লোহারের স্ত্রী পূজা লোহার রবিবার সকালে নিজের বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম দেন। নবজাতক শিশু সন্তানটির চোখ ও মাথা অদ্ভুদ প্রকৃতির। চোখ দুটি বড় বড় আকারের এবং মাথাটি বিকৃতভাবে রয়েছে।
শিশুটির জন্মের পর শিশুর এই দৃশ্য দেখে তার পিতা মাতা অনেকটা বিপাকে পড়েছেন। পেশায় ইছাবিল চা বাগানের শ্রমিক পূজা লোহার ও তার স্বামী সঞ্জীব লোহার পেশায় দিনমজুর। এই শিশু পুত্রটি তাদের পঞ্চম সন্তান। এর পূর্বে তাদের দুইটি পুত্র ও দুইিশু কন্যা রয়েছে। দুইটি পুত্র হল সনু লোহার ও রৌমিক লোহার এবং দুইটি শিশুকন্যা হল মিরা লোহার ও আরতি লোহার। তাদের এই চারটি সন্তানই স্বাভাবিক জীবন যাপন করছে। আচমকা এই অদ্ভুদ শিশুর জন্ম হওয়ার কারণ খোঁজে পাচ্ছেন না শিশুটির পিতামাতা।
এদিকে এলাকার কিছু লোকজন মনে করেছেন শিশুটি ভগাবন স্বরুপ। তাই অনেকে ধূপ মোম জ্বালিয়ে শিশুটির সামনে পূজা দিচ্ছেন। আবার অনেকে প্রনাম করে টাকা ও দান করছেন। তাই এদিন সকাল থেকেই শিশুটিকে এক নজর দেখার জন্য সঞ্জীব লোহারের বাড়িতে মানুষের ঢল নেমেছে।
শিশুটির পিতা সঞ্জীব লোহার সাংবাদিকদের জানান, তার স্ত্রী পূজা লোহার গর্ভবতী হলে সরকারি নার্স ও আশাকর্মী যথারীতি প্রসূতির সেবা যত্ন করেছেন। তারপর ও শিশুটি অদ্ভুতভাবে জন্ম হল কেন? সেটাই ভেবেই উঠতে পারছেন না তারা। শিশুটি অদ্ভুদভাবে জন্ম নেওয়ার বিজ্ঞান সম্মত কি কারণ সেটা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানা যায়নি। সঞ্জীব লোহারের বাড়িতে শনিবার তার ভাইপোর বিয়ে ছিল এবং রবিবার সকালে তার শিশুটির জন্ম হয়।
এসএ/