ইউক্রেনের ৫ রেলস্টেশনে হামলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইউক্রেনের মধ্য ও পশ্চিমাঞ্চলে পাঁচটি রেলস্টেশনে হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ। হামলায় বেশ কয়েকজন হতাহতের কথাও জানিয়েছে ইউক্রেনীয় রেলওয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির প্রধান ওলেক্সান্ডার কামিশিন জানান, সোমবার সকালে এই হামলা হয়। পূর্বাঞ্চলীয় ক্রামাটোর্স্ক শহরের একটি রেলস্টেশনে গত মাসে রুশ সেনাদের ক্ষেপণাস্ত্র হামলার পর সোমবার পাঁচটি স্টেশন আক্রান্ত হলো। গত মাসের হামলায় শিশুসহ অন্তত ৫০জন নিহত হয়েছিলেন।
পশ্চিম ইউক্রেনে আক্রান্ত একটি রেলস্টেশন থেকে সরেজমিন প্রতিবেদনে বিবিসি জানায়, ঘটনাস্থল পাহারায় নিযুক্ত এক পুলিশ কর্মকর্তা জানান তিনি আহত হননি।
সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্দিষ্টভাবে হামলার স্থানের কথা বলতে পারছে না। পুলিশ জানিয়েছে, বিস্তারিত জানতে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে তারা বিবিসির প্রতিনিধিকে ছবি তোলার অনুমতি দিয়েছে। তারা একটি রকেটের ভগ্নাংশ দেখিয়ে বলেছে, এটি রাশিয়ার।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, পাঁচটি রেলস্টেশনে রাশিয়া হামলা চালিয়েছে। ভিনিতসিয়া অঞ্চলে হতাহতের কথা বলা হয়েছে। তবে এখন পর্যন্ত সংখ্যার কথা জানানো হয়নি।
এসএ/