এবার ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এবার ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

চলমান ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ‘অবন্ধুসূলভ আচরণের’ প্রতিশোধ হিসেবে ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করছে মস্কো। সোমবার (২৫ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।  

এক বিবৃবিতে বলেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার জার্মানির রাষ্ট্রদূতকে তলব করে তার হাতে রাশিয়াস্থ জার্মান দূতাবাসের ৪০ কর্মীর তালিকা দেয়া হয়েছে। তালিকায় থাকা লোকদের পার্সোনা নন গ্রাটা (অবাঞ্ছিত) ঘোষণা করেছে মস্কো। ফলে তারা মস্কোতে অবস্থানের যোগ্যতা হারিয়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়ার এমন সিদ্ধান্তে ১০০ জনেরও বেশি জার্মান কূটনীতিক সংকটে পড়বেন। তাদের আত্মীয়রাও রাশিয়া ছাড়তে বাধ্য হবেন।

এদিকে রাশিয়ার এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, এই রকম কিছু ঘটবে আমরা সেই ধারণা করেছিলাম। তবে এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত হয়নি।  

এর আগে এপ্রিলের শুরুতে ৪০ রুশ কূটনীতিককে বহিষ্কার করে বার্লিন। ওই পদক্ষেপের জবাবে এমন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। 

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার সঙ্গে একাধিক দেশের টানাপোড়ন শুরু হয়েছে। অভিযানের প্রতিক্রিয়া হিসেবে পশ্চিমা দেশগুলো রাশিয়ান অসংখ্য কূটনীতিককে বহিষ্কার করে। পাশপাশি রাশিয়ার ওপর কয়েক হাজার নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে।

এসএ/