এক নাটকে ছয় চরিত্রে নওশাবা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এক নাটকে ছয় চরিত্রে নওশাবা

এক নাটকে ছয়টি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ও মডেল নওশাবা আহমেদ। ঈদের জন্য নির্মিত 'ভাই খুব সেনসেটিভ' নাটকে তাকে দেখা যাবে ভিক্ষুক, ডাক্তার, অফিস এক্সিকিউটিভ, বস্তির মেয়ে, নায়িকা, ছিনতাইকারীর চরিত্রে। হারুন রুশোর রচনা ও পরিচালনায় সাত পর্বে নির্মিত এ নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।

ঈদে একুশে টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানালেন নওশাবা। তিনি বলেন, ‘তিন দিনে ছয়টি চরিত্রে অভিনয় বেশ চ্যালেঞ্জিং। প্রতিদিন দুটি করে চরিত্রের শুটিং করতে হয়েছে। অল্প সময়ের মধ্যে লুক এবং কস্টিউম পরিবর্তন করে চরিত্রে ঢুকতে বেশ ধকল গেছে। সময়স্বল্পতা থাকার পরও চেষ্টা করেছি প্রতিটি চরিত্র সঠিকভাবে উপস্থাপনের। আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

এতে আরও অভিনয় করেন সৈয়দ শিপুল, মুকিত জাকারিয়া, এনিলা তানজুম, আনিসুল হক বরুণ, আনোয়ার হোসেন, অনুভব মাহবুব, শরিফুল, সূচনা শিকদার, জয়া প্রমুখ।

ওআ/