আরোহী মিমের জুতা ছোড়ার ঘটনায় মুখ খুললেন শায়লা সাথী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৪৬ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী শায়লা সুলতানা সাথী। জনপ্রিয় ধারাবাহিক ‘নিয়তির খেলা’ ও ‘মাটির মেয়ে’ নাটকের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। তবে গত সপ্তাহে আলোচনার জন্ম দেয় ভিন্ন একটি ঘটনা। শুটিং সেটে সহশিল্পী আরোহী মিম তাকে জুতা ছুড়ে মারেন। এ ঘটনায় এক সপ্তাহ নীরব থাকার পর অবশেষে মুখ খুললেন শায়লা সাথী।
রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ১৬ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে পুরো ঘটনার ব্যাখ্যা দেন তিনি।
আরও পড়ুন: পুরুষরা শিকারি, তারা নারীকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা
ভিডিওতে সাথী জানান, আরোহী মিম তার জুনিয়র হলেও তাকে কখনও প্রতিদ্বন্দ্বী মনে করেননি। বরং তিনি চান মিম আরও ভালো করুক। তবে একাধিকবার ভুল বোঝাবুঝির কারণে দু’জনের মধ্যে বিরোধ তৈরি হয়।
সাথী জানান, সেন্টমার্টিন ট্যুরে একবার এবং ২০২৩ সালে মিরাজ নামের এক সহশিল্পীকে কেন্দ্র করে দ্বিতীয়বার তাদের মধ্যে ঝামেলা হয়। সাথীর ভাষায়, “আমি মিরাজকে সাপোর্ট করেছিলাম বলেই হয়তো ওর (মিমের) রাগ হয়।”
আরও পড়ুন: মাঝ আকাশে অজ্ঞান পাইলট, সাহসী সিদ্ধান্তে পরিবারকে বাঁচালেন মি. বিন
তিনি আরও বলেন, শুটিং সেটে আলাপ করার সময় মিম তাকে ‘তুই-তোকারি’ করে অশালীন মন্তব্য করতে শুরু করে। এক পর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। তখনই মিম তাকে উদ্দেশ করে জুতা ছোড়ে।
সাথীর দাবি, “একজন সিনিয়রের সঙ্গে এ ধরনের আচরণ আমি মেনে নিতে পারিনি। তাই আমিও ওকে লাথি মেরেছিলাম।”
আরও পড়ুন: যখন বাইরে যাই, তখন ছবি তুলতে চাই না: সোনাক্ষী সিনহা
শায়লা সাথী বলেন, তিনি চাননি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসুক। কিন্তু মিমই এটি প্রকাশ্যে এনেছেন, যা উভয়ের জন্যই অসম্মানজনক।
শেষ পর্যন্ত তিনি জানান, দর্শকদের ‘বোকা’ বলার মতো মন্তব্য একজন শিল্পীর জন্য অসম্মানজনক। তবে তার বিশ্বাস, একদিন মিম অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন এবং তখন তিনি মাফ করে দেবেন।
এএস