পুরুষরা শিকারি, তারা নারীকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:২৭ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


পুরুষরা শিকারি, তারা নারীকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা
ছবি: সংগৃহীত

বলিউডের বিতর্কিত ও স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও তার বক্তব্যে সরব হলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেটিং অ্যাপ ও লিভ টুগেদার প্রসঙ্গে তীব্র সমালোচনা করেন তিনি।


কঙ্গনার ভাষ্য, ডেটিং অ্যাপ আসলে সমাজের নর্দমা। তিনি বলেন, “আমি কোনোদিন ডেটিং অ্যাপে থাকতে চাইনি। সেখানেই বোঝা যায়, মানুষ কেবল নিজেদের প্রয়োজন মেটাতেই সেখানে যায়। এটি আধুনিক সম্পর্কের এক ভয়াবহ চিত্র।”


আরও পড়ুন: মাঝ আকাশে অজ্ঞান পাইলট, সাহসী সিদ্ধান্তে পরিবারকে বাঁচালেন মি. বিন


তার মতে, যারা জীবনে কিছু অর্জন করতে পারেননি বা নিজের ওপর আস্থা হারিয়েছেন, তারাই ডেটিং অ্যাপে ভরসা করেন। তিনি যোগ করেন, ভালো মানুষ খুঁজে পাওয়া যায় অফিসে, কলেজে কিংবা বাবা-মায়ের মাধ্যমে, অ্যাপে নয়।


এছাড়া, ‘লিভ টুগেদার’ নিয়েও কঙ্গনার অবস্থান স্পষ্ট। তিনি বলেন, “আমি একাধিক সম্পর্কে ছিলাম এবং অন্যদেরও দেখেছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, লিভ-ইন নারীদের জন্য কখনো ভালো নয়। যদি হঠাৎ গর্ভবতী হয়ে পড়েন, তখন পাশে কে থাকবে? পুরুষরা শিকারি, তারা যেকোনো নারীকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে।”


আরও পড়ুন: যখন বাইরে যাই, তখন ছবি তুলতে চাই না: সোনাক্ষী সিনহা


ভারতীয় সংস্কৃতিতে বিবাহের মর্যাদা রক্ষা জরুরি বলেও মন্তব্য করেন এই তারকা।


এএস