নায়িকাদের অজানা ব্যক্তিজীবনের গল্পে নতুন সিনেমায় আসছেন রুনা খান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৩৩ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


নায়িকাদের অজানা ব্যক্তিজীবনের গল্পে নতুন সিনেমায় আসছেন রুনা খান
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী রুনা খান আবারও বড়পর্দায় হাজির হচ্ছেন নতুন চরিত্রে। পরিচালক আলী জুলফিকার জাহেদী নির্মাণ করছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামের একটি ছবি, যেখানে নায়িকাদের ব্যক্তিজীবনের অজানা গল্প ফুটে উঠবে। এই সিনেমায় অষ্টমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রুনা খান।


তিনি জানান, গত শীতে ছবিটি নিয়ে প্রথম আলোচনা হয়। গল্প শোনার পর ভালো লাগায় পরে চিত্রনাট্য হাতে পান এবং চরিত্র পছন্দ হলে তাতেই চুক্তিবদ্ধ হন। 


আরও পড়ুন: যে কারণে ভেঙে যায় দেব-শুভশ্রীর সম্পর্ক


রুনা খান বলেন, “এতে আমি একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করছি। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদেরও ব্যক্তিগত জীবন আছে। সেই জীবনের উত্থান-পতনই ফুটে উঠবে এই সিনেমায়।”


তিনি আরও যোগ করেন, বাস্তবতার ছোঁয়া আছে এমন চরিত্রে কাজ করতে সবসময়ই পছন্দ করেন। এ চরিত্রটি নিয়েও তিনি ভীষণ আশাবাদী এবং সঠিকভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।


আরও পড়ুন: এত বড় ঝুঁকি কেউ কি এত অল্প টাকায় নেয়: বাঁধন


এটি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর দ্বিতীয় চলচ্চিত্র। আসন্ন শীত মৌসুমেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, তবে প্রস্তুতি সম্পন্ন না হলে কিছুটা পিছিয়ে যেতে পারে সময়সূচি।


এদিকে মুক্তির অপেক্ষায় আছে রুনা খানের আরও তিনটি ছবি- মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।


এএস