Logo

এত বড় ঝুঁকি কেউ কি এত অল্প টাকায় নেয়: বাঁধন

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ০৩:০৯
38Shares
এত বড় ঝুঁকি কেউ কি এত অল্প টাকায় নেয়: বাঁধন
ছবি: সংগৃহীত

এত বড় ঝুঁকি কেউ কি এত অল্প টাকায় নেয়: বাঁধন

বিজ্ঞাপন

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের অনেক তারকাই শোকবার্তা দেন। সেই তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, চিত্রনায়ক শাকিব খান ও অভিনেত্রী জয়া আহসানসহ অনেকে। তবে এর কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে এসব তারকা অর্থের বিনিময়ে পোস্ট করেছেন। একাধিক অনলাইন প্ল্যাটফর্মে একটি কথিত ব্যাংক স্টেটমেন্ট ভাইরাল হয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় বিতর্ক। যদিও ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ জানিয়েছে, স্টেটমেন্টটি ভুয়া।

গুজবের বিষয়ে দেশের ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ জানায়, সামাজিক মাধ্যমে ছড়ানো ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া। এর পরেও অনেকে বিভিন্ন তারকাকে কটাক্ষ করে পোস্ট ও মন্তব্য চালিয়ে যান।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুলেছেন বাঁধন। অভিনেত্রী এক পোস্টে লিখেছেন, শেখ মুজিবকে শ্রদ্ধা জানানোর ঘটনায় এমন ন্যাক্কারজনক গুজব ছড়ানো দুঃখজনক। 

বিজ্ঞাপন

তার ভাষায়, মানুষ কাকে সমর্থন করবে আর কাকে করবে না, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। কারো কণ্ঠরোধ করাটা আরেক ফ্যাসিবাদের জন্ম দেবে।

বিজ্ঞাপন

বাঁধনের অভিযোগ, মিথ্যা রটনার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, কখনো বলা হলো আমি জুলাই বিদ্রোহে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ২০০ কোটি টাকা নিয়েছি, আবার এখন বলা হচ্ছে শেখ মুজিব নিয়ে পোস্ট করার জন্য ২০ হাজার টাকা পেয়েছি! এত বড় ঝুঁকি কেউ কি এত অল্প টাকায় নেয়? এটা একেবারেই হাস্যকর সার্কাস।

তিনি আরও যোগ করে বলেন, এখন আর মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়া ও গ্লোবালাইজেশনের যুগে মিথ্যা দিয়ে কাউকে আটকে রাখা যাবে না। 

বিজ্ঞাপন

তার মন্তব্য, একজন প্রকৃত নেতা মানুষকে নিয়ন্ত্রণ করেন না, অনুপ্রাণিত করেন। অপবাদ ছড়ান না, বরং বিশ্বাস গড়ে তোলেন। তাই ক্ষমতার ভ্রম ছেড়ে দিন। মানুষকে পুতুলের মতো নাচানোর দিন শেষ।

বিজ্ঞাপন

সবশেষে বাঁধন হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন প্রকৃত মানুষ হোন। না হলে শেখ হাসিনার আরেকটি ব্যর্থ কপি হয়ে থাকবেন এবং সেই ট্র্যাজেডির সিক্যুয়াল কারও দরকার নেই।

বিজ্ঞাপন

 

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

এত বড় ঝুঁকি কেউ কি এত অল্প টাকায় নেয়: বাঁধন