শরীর বলছে সন্তান নাও, কিন্তু মন মানছে না : রিয়া চক্রবর্তী

নিজের ব্যক্তিগত জীবন, মানসিক অবস্থা এবং মাতৃত্ব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বয়সের এই পর্যায়ে এসে তার শরীর যেন মাতৃত্বের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু মন এখনই সে সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয়।
বিজ্ঞাপন
রিয়া বলেন, আমার শরীর মাঝে মাঝে বলছে—এখনই সন্তান নেওয়ার সময়। কিন্তু মন বলছে, না… এখনই নয়। জীবনের এই অধ্যায়ে আমি মানসিকভাবে সেই জায়গায় নেই।
২০২০ সালের কঠিন সময়, প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং পরবর্তী বিতর্ক তাকে কতটা বদলে দিয়েছে, সেই প্রসঙ্গও উঠে আসে তার কথায়। তিনি বলেন, সেই সময়ের ঘটনার প্রভাব এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। মানসিক শান্তি ও নিজের স্থিরতা ফিরে পাওয়ার দিকেই এখন তার প্রধান মনোযোগ।
রিয়া জানান, সমাজে মেয়েদের ওপর একটি চাপ থাকে—‘বয়স হলে মা হতে হবে’। কিন্তু তিনি মনে করেন, মাতৃত্ব একটি গভীর ও ব্যক্তিগত সিদ্ধান্ত, তা কখনোই সমাজের চাপের ওপর নির্ভর করা উচিত নয়। “আমি যখন সত্যিকারের প্রস্তুত হব, তখনই সেই সিদ্ধান্ত নেব। এর আগ পর্যন্ত আমাকে সময় নিতে দিতে হবে,” বলেন তিনি।
বিজ্ঞাপন
অভিনেত্রী আরও বলেন, ক্যারিয়ার, ব্যক্তিগত সুস্থতা এবং নিজের মানসিক জগতকে শক্ত ভিত্তিতে দাঁড় করানো—এই তিন বিষয়ই এখন তার কাছে গুরুত্বপূর্ণ।








