Logo

বক্স অফিসে রণবীরের তাণ্ডব, লাফিয়ে বাড়ছে ধুরন্ধর’র আয়

profile picture
বিনোদন ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫
8Shares
বক্স অফিসে রণবীরের তাণ্ডব, লাফিয়ে বাড়ছে ধুরন্ধর’র আয়
ছবি: সংগৃহীত

রণবীর সিংয়ের নতুন অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির পর বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। মাত্র তিন দিনেই শতকোটির ক্লাবে প্রবেশ করে সিনেমাটি সমালোচক ও বিশ্লেষকদের সব পূর্বাভাস পাল্টে দিয়েছে।

বিজ্ঞাপন

আয় পরিসংখ্যানভিত্তিক সংস্থা স্যাকনিল্ক–এর তথ্য অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে, অর্থাৎ রোববার ‘ধুরন্ধর’ সংগ্রহ করেছে ৪৩ কোটি রুপি। ফলে ভারতে মোট আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপি।

এর আগে শুক্রবার প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ২৮ কোটি রুপি। দ্বিতীয় দিনে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৩২ কোটি রুপিতে—প্রতিদিনই আয়ের গতি ঊর্ধ্বমুখী হওয়ায় বাণিজ্য বিশেষজ্ঞরা সিনেমাটির আগামী সপ্তাহেও শক্তিশালী ব্যবসার পূর্বাভাস দিচ্ছেন।

বিজ্ঞাপন

ভারতের বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, শুধু মেট্রো শহরই নয়, মফস্বল এলাকাগুলোতেও ‘ধুরন্ধর’-এর প্রতি দর্শকদের প্রবল আগ্রহ দেখা গেছে। হলগুলোতে উপচে পড়া ভিড় এবং হাউসফুল শো—সব মিলিয়ে দেশজুড়ে সিনেমাটিকে ঘিরে চলছে আলোচনা।

অগ্রিম বুকিং ধীরগতির হওয়ায় প্রথম দিকে আয় নিয়ে সংশয় থাকলেও এখন সেই শঙ্কা উধাও। এক আয় বিশ্লেষক সামাজিক মাধ্যমে লিখেছেন, “শনিবার থেকেই ‘ধুরন্ধর’ অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে; রোববার এটি সাম্প্রতিক সময়ের যেকোনো সিনেমার তুলনায় এক দিনে সর্বোচ্চ সংগ্রহ করেছে।”

বিজ্ঞাপন

সিনেমায় রণবীর সিং হাজির হয়েছেন এক নির্ভীক সেনা কর্মকর্তার চরিত্রে, যিনি চারজন ভয়ংকর সন্ত্রাসীকে পরাস্ত করতে প্রাণপণ লড়াই করেন। চরিত্রটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক গুঞ্জন উঠলেও সেন্সর বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে—এটি সম্পূর্ণ কাল্পনিক চরিত্র।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD