সন্তানের জন্য বাঁচতে চান দীপিকা

ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া একটি আলাপচারিতায় তিনি জানিয়েছেন, চিকিৎসার কারণে তার চুল ঝরে যাচ্ছে এবং ওজন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বর্তমানে তার প্রধান লক্ষ্য একমাত্র শিশুসন্তানের জন্য সুস্থ থাকা।
বিজ্ঞাপন
দীপিকা জানিয়েছেন, ক্যানসারের খবর পেয়ে প্রথমেই তার চোখের সামনে শুধু এক বছরের ছেলের মুখ ভেসে উঠেছিল। হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাকে ছেলেকে সঙ্গে রাখতে পারেননি। “তাকে মায়ের কাছে রেখে যেতে হয়েছিল। সে দিন সে অঝোরে কাঁদছিল, সেই দৃশ্য দেখে আমার বুক ফেটে গিয়েছিল,” বললেন দীপিকা।
এ সময় অভিনেতার স্বামী শোয়েব ইব্রাহিমও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে দম্পতি একসাথে সিদ্ধান্ত নিয়েছেন যে, শরীরে যে কোনো রোগই হোক না কেন, দীপিকাকে সুস্থ হতে হবে। বর্তমানে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং পরিবারের সব সদস্য তার পাশে রয়েছেন।
বিজ্ঞাপন
দীপিকার এই সাহসী লড়াই দেখিয়ে দিচ্ছে, ব্যক্তিগত জীবন ও মাতৃত্বের জন্য অনেক কঠিন পরিস্থিতিতেও দৃঢ় থাকার মানসিকতা থাকতে হয়। অভিনেত্রী জানান, এখন তার কাছে বাহ্যিক সৌন্দর্য বা ওজন বৃদ্ধির কোনো গুরুত্ব নেই। প্রধান লক্ষ্য হল সুস্থ হয়ে ফিরে আসা এবং সন্তানকে ভালোভাবে দেখা।








