শুটিং শেষে বদলে গেলেন সালমান খান, চমকে গেল ভক্তরা

বলিউডের ‘ভাইজান’ সালমান খান আবারও আলোচনায়, তবে এবারে তার নতুন সিনেমা নয়—বরং হঠাৎ বদলে যাওয়া লুক ঘিরে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে একদম ক্লিন শেভড চেহারায় দেখা যাওয়ায় রীতিমতো চমকে গেছেন তার ভক্তরা।
বিজ্ঞাপন
দীর্ঘদিন গোঁফ রাখা লুকের সঙ্গে অভ্যস্ত দর্শকদের কাছে সালমানের এই পরিবর্তন একেবারেই অপ্রত্যাশিত। কালো টি-শার্ট, ডেনিম জিনস ও জ্যাকেট পরা সালমানের মসৃণ মুখই ছিল সবার নজরের কেন্দ্রবিন্দু।
জানা গেছে, সালমান তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’–এর শুটিং শেষ করেই মুম্বাইয়ে ফিরেছেন। চরিত্রের প্রয়োজনে এই ছবির জন্য দীর্ঘদিন তাকে গোঁফ ও বিশেষ লুক ধরে রাখতে হয়েছিল। লাদাখের দুর্গম ও প্রতিকূল পরিবেশে শুটিং শেষে কাজ শেষ হওয়ায় স্বাভাবিক লুকে ফিরে এসেছেন তিনি।
বিজ্ঞাপন

উল্লেখ্য ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং হয়েছে লাদাখের মতো প্রতিকূল পরিবেশে, যেখানে তীব্র ঠান্ডা ও অক্সিজেনের অভাব ছিল। এমন কঠিন শিডিউল শেষে সালমানের এই লুক পরিবর্তনকে অনেকেই তার স্বাভাবিক ছন্দে ফেরার ইঙ্গিত হিসেবে দেখছেন। সাধারণত ‘দাবাং’ সিনেমার চুলবুল পান্ডের মতো গোঁফওয়ালা লুকে তাকে দেখে অভ্যস্ত দর্শকদের জন্য এটি ছিল এক বিরাট চমক।
অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্রের খবর, দীর্ঘ শুটিংয়ের পর বর্তমানে সালমানের কিছুটা বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপরই তিনি মুম্বাইয়ে পরবর্তী দফার কাজ শুরু করবেন। ৬০ ছুঁইছুঁই বয়সেও এই চেহারার পরিবর্তন প্রমাণ করে , সালমানের গ্ল্যামার এখনও অমলিন। সামাজিক মাধ্যমে তার এই নতুন লুকের ছবি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা। এখন সালমানের পরবর্তী প্রজেক্ট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।
বিজ্ঞাপন








