জাস্টিন ট্রুডো–কেটি পেরির ঘনিষ্ঠ ছবি ভাইরাল

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপস্টার কেটি পেরির সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জন যেন সত্যি রূপেই সামনে এলো জাপান সফরে। দুজনের একাধিক ঘনিষ্ঠ ছবি প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে অনলাইনে।
বিজ্ঞাপন
সম্প্রতি জাপান সফরে যান ট্রুডো–কেটি। সেখানে জাপানের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে দেখা করেন ট্রুডো, আর সঙ্গী হিসেবে ছিলেন কেটি পেরি। সফরের শুরু থেকেই দুজনকে পাশাপাশি দেখা গেলেও, ছবি প্রকাশের পর আলোচনার ঝড় আরও জোরালো হয়। ট্রুডো নাকি ঐ দিনই প্রথমবারের মতো প্রকাশ্যে কেটির সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দেন—এমনটাই দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
দুই দিন পর কেটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জাপান সফরের বেশ কিছু ছবি শেয়ার করেন, আর সেগুলোই রীতিমতো নেটদুনিয়ায় আগুন ধরিয়ে দেয়। এক ছবিতে দেখা যায়, ট্রুডো ও কেটি মুখ ঘেঁষে সেলফি তুলছেন—যেখানে দুজনের হাসিতেই ফুটে উঠছে ঘনিষ্ঠতার উচ্ছ্বাস। আরেকটি ছবিতে তাদেরকে শান্ত পরিবেশে একসঙ্গে খাবার উপভোগ করতে দেখা যায়। ক্যাপশনে কেটি লিখেছেন, “Tokyo time on tour and more”—যা সম্পর্কের ইঙ্গিত আরও স্পষ্ট করে দেয়।
বিজ্ঞাপন
ছবি প্রকাশ পেতেই ভক্তদের মধ্যে বিস্ময়, উচ্ছ্বাস আর নানা প্রতিক্রিয়ার ঢল নেমেছে। রাজনীতি ও বিনোদন জগতের এমন মেলবন্ধন নেটিজেনদের কাছে যেন এক অপ্রত্যাশিত চমক।
প্রসঙ্গত, বছর জুড়েই ট্রুডো ও কেটিকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাওয়ায় প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। অবশেষে জাপান সফর যেন সেই জল্পনাকে বাস্তবে পরিণত করল।








